বান্ধবী - II - দেবাশিস বিশ্বাস
বৃষ্টি হোক না আমার চোখে আজকে নিরত্তাপ
শহর ছেড়ে থাকুক দূরে মেঘলা নিম্নচাপ।
ঘুমের চোখেই অবাক মেখে স্মিত হাসির মন
বান্ধবী, তোর রাত বারোটার অচেনা রিংটোন।
দশটা আটের শেষ লোকালের সময় যখন শান্ত
শহর ঘুরে, ঘুম পাড়িয়ে হাওয়াও যখন ক্লান্ত
পড়ার বই ও যখন বলে "আজকে না হয় থাক?"
বান্ধবী, তুই শুনিস তখন পরিণীতার ডাক?
তেপান্তরের দুরের দেশে পক্ষিরাজে চড়ে
আঁকতে আঁকতে রূপের কথা, আঁকার খাতা ভরে,
মাখতে গিয়ে ছাদের ঘরে নোনতা হাওয়ার ঘ্রাণ
বান্ধবী, যদি ছিটকে আসে ভালোবাসার গান?
উনিশ দশক শ্রাবণ গুনুক রাতের ক্যালেন্ডার।
পাশ ফেরানো লাগেও যদি আমার ব্যবহার,
বান্ধবী, তোর রাত বারোটার মোম নেভানো মন,
স্বপ্ন না হই, না হয় হব অচেনা সেলফোন......