শূন্যে - Soham Kar
ভীষন রোদে গলে যাচ্ছে
কলকাতার কার্পেট।
সেখান দিয়েই পা টিপে টিপে
এপার থেকে ওপার হই।
একটু ছায়ার কথা ভাবলেই
চোখ যায় বাসের চাকার তলায়।
এসব পেড়িয়ে পুকুর পাড়, গাছ তলা
ওপারের জ্বলন্ত চিতার তাপ লাগে গায়ে।
ভীষন রোদে গলে যাচ্ছে
কলকাতার কার্পেট।
সেখান দিয়েই পা টিপে টিপে
এপার থেকে ওপার হই।
একটু ছায়ার কথা ভাবলেই
চোখ যায় বাসের চাকার তলায়।
এসব পেড়িয়ে পুকুর পাড়, গাছ তলা
ওপারের জ্বলন্ত চিতার তাপ লাগে গায়ে।