বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

স্বপ্ন - বান্ধবী তোর জন্য - দেবাশিস বিশ্বাস

হঠাৎ যদি জানালা জুড়ে বৃষ্টি নেমে আসে
ড্রেনের জলে কাগজ নৌকো খামখেয়ালি ভাসে,
হঠাৎ যদি বায়না ধরি, খেলব কানামাছি
বান্ধবী, তুই থাকবি তখন আমার কাছাকাছি ?

মুষলধারে সারা শরীর, জল-কাদা মাখা পা-য়
হঠাৎ যদি ছুটে বেড়াই এ পাড়ায় ও পাড়ায়।
আঁকার খাতা জুড়ে যদি মনখারাপি আঁকি
বান্ধবী তোর ছাদের ঘরে নোনতা হাওয়া মাখি ?

একেই অবুঝ আবার যদি খামখেয়ালি হই
মেসেজ ভরা আবেগ নিয়ে হাওয়ায় উড়িয়ে দিই
হঠাৎ যদি আপন মনে খুশির র‍্যাপার ধরি
বান্ধবী, আবার শুনবি না তো, এমন কেন করি?

শেষ রাতেতে হঠাৎ যদি বেসুরো গান গাই,
গিটার হাতে, "আমি তোমার চোখের কালো চাই"
বান্ধবী, তোর ঘুম মাখা চোখ মাখতে যদি চাই
বান্ধবী, খুব বকবি আমায়, যদি স্বপ্ন হয়ে যাই ?