স্বাধীনতার অধীনে - অরিজিত শীল
একটি পাখি খুঁজছে স্বাধীনতা।
পরাধীনতার আগুনে সে জ্বলছে অনেককাল।
হঠাৎ সময় ঘুরে গেল, পালটে গেল দিন।
স্বাধীনতার সন্ধানী পাখীটি আজ স্বাধীন।
ডানা মেলে ধরেছে সে, মনে তার উচ্চাকাঙ্ক্ষা।
উরতে চাইল পারল না,
অনেকদিন সে এই নীল মায়াময় আকাশে মেঘের স্পর্শ পাইনি,
পাইনি সেই স্নিগ্ধ, শীতল বায়ুর আমন্ত্রন।
অনেক চেষ্টার পর উরল সে,
কিন্তু তার আয়ুস্কাল গেল কমে,
প্রকৃতির খাদ্যজালের সম্মুখীন হল সে।
বর বর পাখিরা হানা দিল,
আঘাত পেয়ে ভুপতিত হল সে।
তিল তিল করে তার প্রানবায়ু নিষ্ক্রিয় হওয়ার ভিক্ষা চাইছে।
আজ তার স্বাধীনতাই হয়ে গেল পরাধীনতার তিব্র অভিশাপ।
চির তরে স্বাধীন হল সে,
জঞ্জালযুক্ত পৃথিবী থেকে মুক্তি পেল সে।
আজ স্বাধীন সে, স্বাধীনতার অধীনে পরাধীনতার মুকুট পড়ল সে।।