পাগলা- মি - Tapan M Chisty(তপন এম. চিশতী)
তোরা বলিস,
আমি নাকি পাগল......।। ???
হ্যাঁ
ঠিক ই তো বলিস,
তা নাহলে কি পারতাম ?
কি... ???
বলছি ,
একখানা ব্যস্তময় শহর
আর
তার মাঝখানে, একটুকরো আমি।
ছুটছে শহর, ছুটছিস তোরা
পাল্লা দিয়ে ছুটছে সময়, থমকে শুধুই
আমার কবিতা আনকোরা ... ।
আমার মুগজে
তাড়না, আর এক বুক
সৃষ্টির প্রসব যন্ত্রণা ।
আর
তোদের মগজে গিরগিটীর ডিম,
হাড়ের মজ্জায় ঘুন বেধেছে বাসা
অন্ত্রে
বিষাক্ত স্বার্থ- খিদে, রক্তে বইছে
" হিংস্র লালসা "............।।।