বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

দেরী করে ফিরলে - অমিত দেবনাথ

বড় বেশি দেরী করে ফিরলে তুমি

অভিমানের খেয়া তরীতে ভাসিয়ে।
দিনতায় তীর্ণ প্রহর পেরিয়ে
শেষ লগ্নে অনুশোচোনার প্রাপ্তি দার
খুলে এলে।
 

এখন যে চন্দ্র আমার আকাশে
জ্যোৎস্না মাটিতে লুটিয়ে জোনাকির
সাথে আঁধারে করে না বাস।


বসন্তে কোকিল আর ডাকে না
জুঁই চামেলি হাসনুহানা শিশির গায়ে মেখে
কপোতির নোটন খোপাই সৌরভ বেলায় না।


দক্ষিণ দারে কামিনী ফুলের খুসবু পেতে
আজ কেউ দাঁড়িয়ে থাকে না জানালার পাশে।
দক্ষিণীর জানালায় কামিনী ফুলের গন্ধ
সে তো এখন বেওয়ারিস লাসের পাঁচনের গন্ধ
ভাসে।

বাউ গাছে ভোরের পাখি কিচিমিচি করে
ঊষাকে দেয় না ডাক।


যন্ত্রণার বেড়ি বাঁধে আঁধারের ঘনঘটায় লুকিয়ে
শেষ দীর্ঘ নিঃশ্বাস ফেলার অপেক্ষায়।
তবে আজ নিঃস্তব্ধ হৃদয়

কেমনে তোমারে সংবর্ধনা করে।

কেমনে তোমার ফিরে আসা আগমনী বার্তা

হৃদয়ের কাননে পুস্প বিতানে
পূজোর আরতিতে ধূপের ধোয়া


নতুন করে জ্বালায়?
বড় বেশি দেরি করে ফিরলে তুমি।