বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

রাত্রি - অমিত দেবনাথ

রাত্রি তুমি নিয়ে আসো শুধুই ব্যথা, হারানো দিনের কলঙ্কময় কথা;
নেশার ঘোরে বলে যাই সব অব্যত্ত ব্যথা, সব যাতনা; 
খুজে চলি এক অদ্ভুত নীরবতা, যেখানে শুধুই তুমি আর আমি,
খেলছি খেলা দুজনে একান্তে, পৃথিবীর দূরে অজানা কোন এক প্রান্তে!
তবু হটাত কানে ভেঁসে আসে বিকট শব্দ, কে যেন আসছে শানিত অস্ত্র নিয়ে;
পালাবার অজুহাত নেই, তবু বড্ড তিক্ত লাগে, গল্প সাজে নুতন করে!
আমি যাইনি হারিয়ে যুদ্ধের প্রান্তরে; এখনো রক্ত কিছু বাকি এই শরীরে;
সাজি আমি কত বেশে; যদিও হারি শেষে নিজের কাছে, রক্ত বয় কতদিকে;
আমার বীরয্য আমাকে উপহাস করে, যাতনা শুধু চারিদিকে, মনের গভীরে;
ভাই দিয়েছে ভাইকে বিদায় খালি হাতে; নেশার ঘোরে পথ ভুলে;
রক্তগঙ্গা বয় শিরাতে শিরাতে, দেহ মনে রোমাঞ্ছ আসে ক্ষনিকের জন্যে, 
কেও থাকেনা পাশে এই নিরমম রাতে; পথ হারিয়েও সব যায় নিজ নিজ ঘরে ফিরে;
কে ডাকে আমারে তখনো অন্ধকারে, চিনিনা মুখ চিনিনা শরীর, কি আকুলতা ডাকে;
তাইতো রাত্রি এত আপন; তুমি আসো ঘুরে বারেবারে, জনহীন এই বান্দার দিলে!
এখনো খুজি তোমারে প্রবল জোয়ারে; যখন রাত্রি নামে আমার চোখে;
কত রঙীন পাখী গেছে উড়ে দিনের আলোতে; আসেনা ফিরে এই রাত্তিরে;
চেয়ে আছি পথ কত যুগ ধরে, সবি দিয়েছে উড়ান বসন্তের কোকিল হয়ে;
এখনো কেন তুমি সবুজ এই দুটি ঘোলা চোখে, ভেসে আসো চাঁদের কিরণে!
তুমি কি শুধু রাত্তি, তুমি কি শুধু ব্যথার অশ্রু, তুমি কি শুধুই রামধনু;
তুমি কি শুধু জোনাকির আলো, তুমি কি শুধু মিট্‌মিট্‌ তারা;
রাত্রি, তুমি কথা বল আযানে, কথা বল অন্ধ ফখিরের গানে, কত কাঁচা ঘায়ে;
তবু তুমি আপন, নিজেকে হারাই আবার খুঁজে পাই এই রাত্তিরে;
পৃথিবী মিশেছে দূর এক প্রান্তে অস্ত কিরনে; সকল পথ ভুলে তোমার আঙিনাতে; 
তখন রাত্রি সাঝে নুতন আশাতে তোমার চোখের কিরণে!