বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

এখন আমার কোনও অসুখ নেই (১) - Basabendu Barman

“এবার তুমি কি চাও?”

সেলফোনটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে,

চেনা কিংবা অচেনা অথচ

বড়ই

বিলাসখানী টোড়ীর মতো আলো

ছায়া

চারদিক থেকে অজস্র সাদা কাগজ

উঠছে

একক ও সমষ্টিগত।

আমার ভয় করছে না

খুব স্বাভাবিক গলায় বললাম-

লোকটা কাশতে কাশতে বলল

পাতা কুড়িয়ে লেখা শুরু করলাম-

শ্রীচরণেষু মা….’