এখন আমার কোনও অসুখ নেই (১) - Basabendu Barman
“এবার তুমি কি চাও?”
সেলফোনটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে,
চেনা কিংবা অচেনা অথচ
বড়ই
বিলাসখানী টোড়ীর মতো আলো
ছায়া
চারদিক থেকে অজস্র সাদা কাগজ
উঠছে
একক ও সমষ্টিগত।
আমার ভয় করছে না
খুব স্বাভাবিক গলায় বললাম-
লোকটা কাশতে কাশতে বলল
পাতা কুড়িয়ে লেখা শুরু করলাম-
শ্রীচরণেষু মা….’