নষ্ট লজ্জা - Sourav Chakrabortty
নষ্ট লজ্জা আমার অলস দুপুরে
খুনসুটি, হিল্লোল বিছানা চাদরে
নষ্ট লজ্জা আমার মাঝ রাত্তিরে
একাকী জানালায় , কামনার ভিড়ে
নষ্ট লজ্জা আমার গোধূলি লগনে
নতুনের ঈশারায়, গোপনে গোপনে
নষ্ট লজ্জা আমার কাজল নয়নে
ওবেলায় ডুবে জাওয়া বেহিসেবি মনে।