পিতৃপরিচয় - Debiprasad Banerjee
ব্যর্থ প্রেমিক বলে সবাই মুখ ভরে দেয় গালি...
বোঝাতে পারিনি এই বাগানের আমি একাই মালী...
নতুন কুঁড়ির জন্মের আশা এ বুকে আঁকড়ে ধরি...
একা একা ফুল ফোটানো যায়না, ভ্রমরের খোঁজ করি
আমি কারিগর এটুকুই হোক আমার পরিচয়...
আমার ইচ্ছে শুক্রাণু দিয়ে নতুন জন্ম হয়...
কখন ডালিয়া, কখন গোলাপ, কখন হাসনুহানা...
নাম হয়ে সেই সন্তানদের, পিতার নাম অজানা...
তবুও ওরা সুগন্ধেতেই ছড়ায় ভালোবাসা...
ওদের জন্য বসন্ত সেজে পৃথিবীর বুকে আশা..।।পরোয়া করিনা নাম নেই বল...সৃষ্টির হোক জয়...
মহাভারতের রচয়িতা আমি এই মোর পরিচয়...