খেলা - Tapan M Chisty(তপন এম. চিশতী)
জানিনা ঠিক , হয়ত একদিন খেলা থেমে যাবে ! মাঝপথে, কিমবা তীরে এসে ....। ভেসে যাবে স্রোতের সাথে, আমাদের পুরানো সব মলিন স্মৃতি । মেঠো পথ ধরে তোর সেই আলতা পায়ের ছাপ, বিলীন হবে সূর্যাস্তের সাথে, ঐ দিগন্তে । আঁধার নামবে, একে একে ঝিঁঝিঁ পোকা আর জোনাকিরা কেড়ে নেবে, আমার নিশুতি ।। নতুন বাসার খোঁজে তোর মৃতপ্রায়, শুকনো ইচ্ছের অভিলাষ ! খেলা চলবে চলতেই থাকবে, নতুনের আগমনে । আমি দাঁড়িয়ে দেখব, ধূধূ মাঠের মাঝখানে আর হাত তালি দেব, তোর স্মৃতির ঐকান্তিক অন্তরালে ।।।