বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

তারাটা তো কই কোলে নেয় না - ANKUR KUNDU

সুলগ্না আজ দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হল ৷ আগের বছরের মত এই বছরেও সে ফার্স্ট ৷ সুলগ্নার বাবা কলেজের অধ্যাপক ৷ তবে সুলগ্নাকে গত কয়েক বছর ধরে পড়িয়েছল ওর মা ৷ তাই আজ প্রথমে মা-কেই সুলগ্না  রেজাল্ট দেখাবে ভেবেছিল ৷ বাড়ি ফিরেই মনে পড়ল ওর যে মা প্রায় একমাস হল ঘুরতে গেছে , বাবা তো তাই বলেছে !

 

       মা-কে না দেখলে সুলগ্নার মন খারাপ হয়ে যায় ৷ বাবা সারাদিন বাড়িতে থাকে না ; কাজের মাসির সারাদিন বাড়িতে কাজ ৷ কয়েকদিন আগে পর্যন্তও স্কুল থেকে দশটায় বাড়ি ফিরে মা-এর কাছে আদর খেত সুলগ্না ৷  দুপুরবেলায় খাওয়ার পরে মা ও মেয়ে যখন বিছানায় যেত , তখন মা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াত ৷ ঘুম ভাঙলে তার মা চুল বেঁধে , সাজিয়ে পাশের পার্কে খেলতে নিয়ে যেত ; বাড়ি ফিরে পড়াশুনা , তারপর টি.ভি দেখে , খাওয়া-দাওয়া করে মা-বাবার মাঝে ঘুমিয়ে পড়ত সুলগ্না ৷

 

       বাবার বাড়ি ফিরতে আজ রাত হয়েছে , এসেই আবার কাজে বসেছে ৷ সুলগ্না ছাদের দোলনায় বসে কাঁদছে ৷ এখানে বসে কাঁদতে সুলগ্নার বেশ ভলোই লাগে , যেন মা কোলে নিয়ে আছে ৷ সুলগ্না কখনও হাসছে , কখনও কাঁদছে ৷ ওর চোখের তলায় কালি পড়েছে , এই কয়েকদিন খাওয়া-দাওয়ায় বড্ড অনিয়ম করেছে ও , চুলে অনেকদিন তেল পড়েনি ৷ সুলগ্না ভাবে যে মা ফিরলে সে নিশ্চয় বকা খাবে ! বাবা বলেছে যে মা যতদিন দূরে থাকবে , ততদিন আকাশের উজ্জ্বল তারাটার সাথে যেন সে কথা বলে , ওটাই নাকি মা ! সুলগ্না গত একমাস ধরে কষ্ট পাচ্ছে , কারণ ওর মা বোধহয় ওর ওপর রেগে আছে ৷ সুলগ্না কথা বললেও তারাটা কথা বলে না ৷ সুলগ্না বারবার বলে , “মা কোলে . . . !” কই তারা . . . মা তো কোলে নেয় না তাকে !