বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

কাহিনী - Shovan Naskar

একসময় খড়খুটো এনে

তৈরি করেছিলাম একটা বাসা ।

ভোরের রোদ আসতো বটে ,

কিন্তু আড়াল করেছিলাম তোমার জন্য ।

চড়ুই পাখি বলত এসে ,

হু ! আমার বাসা খারাপ নাকি ?

দ্যাখ তো এসে একবার !

 

বৃষ্টি হলে পড়ত ফোঁটা

গড়িয়ে গড়িয়ে ।

সন্ধ্যা হলে ভিজতো শিশিরে ।

আর তোমার চোখে

দেখতাম বসন্ত ।

পলাশ ফুল পড়ত এসে

আমার পৃথিবী ,

আমার বাসায় ।

 

চড়ুই পাখি বলত এসে,

'এই নাকি তোর ঘর ?'

'কেন রে তুই পিছনে লাগিস ?

যেখানে সে থাকবে এসে

সেটাই আমার ঘর ।'

'থাকরে তবে লক্ষ্মীছাড়া

ঘুলঘুলিটা ছেড়ে !'

 

এরপর একদিন তুমি চলে গেলে ,

কাঁদতে কাঁদতে তাড়িয়ে দিলাম

ভোরের রোদ

বৃষ্টির ফোঁটা

আর ওই ঘুলঘুলিটাকে ।

 

একদিন বরফ পড়ার সকালে দেখলাম

সাদা কনা পাইন গাছে ।

বাসাটা আমার

গেল ভিজে ।

আর ভোরের রোদ পড়ল

নীচের সাদা বরফে ।

তার ওপর চড়ুই পাখি বসলো এসে !

হৃদয় আমার ছুঁয়ে গেল ।

বিদায় আমার বাসা ।

 

আর, তোমার জন্য

থাকল শুধু

চোখ-শিশিরের ঘর ।