বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

 আগমনি সঙ্গীত - অরিজিত শীল

                        

মাঝি তুমি কোথায়ে হারিয়া গেলে?

 

কোথায়ে হারিয়ে গেল তোমার সেই বঙ্গলালনা?

 

কোথায়ে গেল তোমার পাখি হয়ে উরে যাওয়ার সেই উচ্ছাস?

 

মাঝি কোথায়ে হারিয়ে গেলে।।

 

কোথায়ে হারিয়ে গেল তোমার স্বপ্নগুলো?

 

তোমার কি সবটুকু গ্রাস করল দরিদ্রের দৈত্যটা ?

 

বিক্রি হয়ে গেলে তুমি?

 

মাঝি তুমি চলে যেওনা , ফিরে তাকাও।

 

আগমনি সংগীতে জাগিয়ে তোল এই ভুবনকে।

 

বিস্তার কর সবার মাঝে প্রেম ও ক্ষমার সত্তা।

 

বিস্তৃত হোক আজ প্রেমবানি ও চেতনা তোমার সংগীতে।

 

মাঝি তোমার কাধে আজ দায়িত্ব প্রচুর।

 

মাঝি দেখ সোনার বাংলা ডাকছে তোমায়ে আজ।

 

মাঝি দেখ যুবকবৃন্দ উঠছে জেগে আজ।

 

মাঝি তুমি ছেরে যেওনা, মুষ্টিবদ্ধ কর আজ।

 

মাঝি সোনার বাংলা গড়ছে দেখ আজ।।

 

 

 

                               ------ অরিজিত শীল