বিরতি - Sutabi Ojha
এই জীবনটা বড়ই দুর্বিষহ ,
কোথাও না কোথাও মনে হয় হিংস্র
আজ আমি বড়ই দুর্বিষহ |
এই পৃথিবীতে আজ দিচ্ছে হাতছনি ,
সমাজের মধ্যে অনেকটাই কলুষআনি |
কী ভেবে কাউকে করবে বিশ্বাস ?
আজ যে এটা এই সমাজের সবচেয়এ বড় পরিহাস !
কি করে তুমি বুঝবে কারা
আমাদের দেহের উপর দিচ্ছে যে হানা |
আজ আমরা নারী হয়এও
সমাজে স্বীকৃত |
কিন্তু পাইনি এখনো নির্বিঘ্নে চলার অধিকারও |
মসজিদে এখনও আমাদের নিসিদ্ধ প্রবেশ ,
মন্দিরে আজও আমাদের পুজো করার নাই বেশ |
তবে কেনো তোমরা আজ দিচ্ছ এতো অধিকার ?
একদিকে পেশা
আর একদিকে তারা কী নেশা ?
কী করে আজ ভাঙ্গব এ শৃঙ্খল
মনের মধ্যে তাই আকুলতা পাগল |
কী করে আজ বোঝাবো তোমাদেরকে
যে আমরা ছাড়া এ সমাজ অচল |
যে মেয়ে আজ তোমার বোন
দু'দিন বাদে সে তোমার পর ,
তবুও কি তোমরা তাদের ভুলে যাও _
বোন হিসেবে দেখতে ?
কখনোই না _
আমরা জানি এ উত্তর |
তবুও আমরা পাষাণ ,
তবুও আমরা নিগ্রিহিত ,
একের পর এক নিগ্রিহিত হচ্ছি আমরা !
নহ্ | _
আমরা নই _
হচ্ছো তোমরা _
এক শিশু, এক নারী
দু'জনকেই নিচ্ছো কারি ?
না, এটা হতে পারেনা _
কী এমন করেছি পাপ ,
যে আজ এতো অভিশাপ ?
ফিমেলদের দিচ্ছে আগে চান্স
তা বলে কি অনলি গ্ল্যান্স ?
আজ এতো দিচ্ছে প্রাইওরিটি
কিন্তু কোথাই তার সিকিউরিটি ?
এসবের উত্তর কোথায় ?
কোথায় সেই প্রতিশ্রুতি ?
পারবেনা, কেউ পারবেনা _
কারণ তোমরা দুর্বল আমাদের প্রতি ,
আর তার জন্যও _
সমাজের কাছে আমাদের এই বিরতি ||