বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

বিরতি - Sutabi Ojha

এই জীবনটা বড়ই দুর্বিষহ ,
কোথাও না কোথাও মনে হয় হিংস্র
আজ আমি বড়ই দুর্বিষহ |
এই পৃথিবীতে আজ দিচ্ছে হাতছনি ,
সমাজের মধ্যে অনেকটাই কলুষআনি |

কী ভেবে কাউকে করবে বিশ্বাস ?
আজ যে এটা এই সমাজের সবচেয়এ বড় পরিহাস !
কি করে তুমি বুঝবে কারা
আমাদের দেহের উপর দিচ্ছে যে হানা |
আজ আমরা নারী হয়এও
সমাজে স্বীকৃত |
কিন্তু পাইনি এখনো নির্বিঘ্নে চলার অধিকারও |
মসজিদে এখনও আমাদের নিসিদ্ধ প্রবেশ ,
মন্দিরে আজও আমাদের পুজো করার নাই বেশ |
তবে কেনো তোমরা আজ দিচ্ছ এতো অধিকার ?
একদিকে পেশা
আর একদিকে তারা কী নেশা ?
কী করে আজ ভাঙ্গব এ শৃঙ্খল
মনের মধ্যে তাই আকুলতা পাগল |

কী করে আজ বোঝাবো তোমাদেরকে
যে আমরা ছাড়া এ সমাজ অচল |
যে মেয়ে আজ তোমার বোন
দু'দিন বাদে সে তোমার পর ,
তবুও কি তোমরা তাদের ভুলে যাও _
বোন হিসেবে দেখতে ?
কখনোই না _
আমরা জানি এ উত্তর |

তবুও আমরা পাষাণ ,
তবুও আমরা নিগ্রিহিত ,
একের পর এক নিগ্রিহিত হচ্ছি আমরা !
নহ্ | _
আমরা নই _
হচ্ছো তোমরা _
এক শিশু, এক নারী
দু'জনকেই নিচ্ছো কারি ?
না, এটা হতে পারেনা _
কী এমন করেছি পাপ ,
যে আজ এতো অভিশাপ ?

ফিমেলদের দিচ্ছে আগে চান্স
তা বলে কি অনলি গ্ল্যান্স ?
আজ এতো দিচ্ছে প্রাইওরিটি
কিন্তু কোথাই তার সিকিউরিটি ?
এসবের উত্তর কোথায় ?
কোথায় সেই প্রতিশ্রুতি ?
পারবেনা, কেউ পারবেনা _
কারণ তোমরা দুর্বল আমাদের প্রতি ,
আর তার জন্যও _
সমাজের কাছে আমাদের এই  বিরতি ||