নেপথ্যের সন্ধানে - অরিজিত শীল
অনেকটা পথ এলাম একা ।। চারপাশে কেউ নাই,
প্রিজনরটিও ছাড়ল হাত; শুভ অশুভ সব ভুলে গিয়ে।।
আমি এখনও হেটে চলেছি সেই মরীচিকার দেশে।।
সে এক মিথ্যে পাওয়ার আশা, তাও চলেছি লালসাগর পেরিয়ে।।
মাইলের পর মাইল আকাশ এখনও নীল।।
প্রতিছবিতে শুধু তুমি, আর তোমায় পাওয়ার মিথ্যে আসা।।
দিগন্ত পাইনি আমি, পেলাম অতৃপ্ত তৃষ্ণা,
পেলাম কিছু ভয়ানক স্বপ্ন, পেয়েছি দমবন্ধ করা অন্ধকার।।
কিন্তু আমিতো তাই চাই;
চাই ঘৃণার মধ্যে ভালবাসা, হিংসার মধ্যে অহিংশা।।
ভয়ঙ্কর সেই পথ, আছে অনেক নরক যন্ত্রণা।।
আমার প্রাপ্য চাই আমি, চাই এই নরক যন্ত্রণাতেও একটু ভালবাসা।।
তাই আজও আমি চলেছি সে এক অজানা নেপথ্যের সন্ধানে।।