বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

রাজনিতিবিদ কাহাকে বলে ? - Satyahari

সেই সমস্ত প্রাণী যাহারা সারাবছর ধরিয়া দূগ্ধলেহন করে আর কেশবিন্যাস বিকশিত করিবার জন্যে কেশ ছিঁড়িয়া বেড়া্র, যাহাদের দুটি পা ও দুটি হাত বত'মান এবং যাহাদিগকে দেখিতে মনুষ্যপ্রায়, যাহারা সারাবছর শুধুমাত্র সাধারন মানুষের রক্ত চুষিয়া নিজেদের উদর ফুলিয়া বেড়ায় আর ঠান্ডাঘরে বসিয়া মনেরসুখে নিজেদের শখ ও আহ্লাদ পূরণ করিয়া বেড়ায়, শুধুমাত্র নিবা'চনের সময় যাহারা বড় বড় কথা বলিয়া দেশকে স্বগে'র ন্যায় সুন্দর করিয়া গড়িবার প্রতিশ্রুতি ( আসলে নিজেদের আয়ের উৎস ) দিয়া বেড়ায় ও প্রয়োজন বোধ করিলে কোন গরিব বৃদ্ধ কৃষকের পায়ে হাত দিয়া প্রণাম ও পয'ন্ত করে ( পরে ডেটল দিয়া হাত ধুয়ে ফেলে ) এমনকি ওই  কৃষকের  জমিতে বলদ লইয়া লাঙল ও পয'ন্ত করে ( রাতে সুন্দরি রমণীর কোমল হাতের স্পশে' ব্যাথা দূরীভুত করে )  এবং নিবা'চনের পরে যাহাদের দেখা পরবতি' নিবা'চন পয'ন্ত পাওয়া খুবই দুষ্কর ( অরণ্যে রোদনের সমান )  এবং সারাবছর একে অপরের গুনাগুন ও চরিত্রাবলি বিশ্লেষন করে বেড়ায় ও মধূর মধূর বাক্যবাণ প্রয়োগ করিয়া বেড়ায় সেইসমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সমাজের উচ্চশ্রেণীর সাদাবস্ত্র পরিহিত প্রানীদিগকেই রাজনিতিবিদ বলে ।

                                                                                           লেখক - সত্যহরি মণ্ডল   ( একজন শোষিত শ্রেণীর ক্ষুদ্র প্রাণী )