ভালবাসা - Tapan M Chisty(তপন এম. চিশতী)
মনঃ
তোর চোখে
দেখেছি আমার ঐকান্তিক সত্ত্বা ।
বাহ্যিকতার মায়াবী
খোলস নয়, নয় কোন উষ্ণতার আমন্ত্রন;
অদেখা অচেনা সুখ, আর অন্তরের তৃপ্তি ।
তুই, ঐশ্বরিক ...।।
শরীরঃ
ছুতে চাই
তোর শরীর, শুঁকতে চাই
তোর দেহ ; ভেজা ঠোটের ওষ্ঠ রসে
মেটাব আমার তৃষ্ণা ।
তোর চোখের মায়াবী সৌন্দর্য
আর বুকের উষ্ণতায়, হারাব আজ নিজেকে ।
কাম সুখের সাগরে
হারিয়ে যাব আরও গভীরে,
উথাল-পাথাল স্পন্দন আর
তাৎক্ষণিক স্খলনে, তৃপ্ত এই দেহ .........।।
সম্পর্কঃ
হয়ত কিছুটা
মনের গভীরতা আর শরীরের ঢেউ,
বয়ে যাবে সময়ের স্রোতে ।
আবার কখনও
শুধুই মন বা শুধুই শরীর, তবু বাঁধব বাসা ...।।