বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

উপলব্ধি - Tapan M Chisty(তপন এম. চিশতী)

যেদিন রাতে আমার ঘুম আসেনা

বুঝতে পারি, তুই আবার কাঁদছিস ।

 

খ্যাপাটে হৃৎপিণ্ড ধুলো উড়িয়ে যায়

উড়ন্ত স্বপ্নের অরন্যে, ঝরে পড়ে চুপকথা ।

আচমকা লাফিয়ে ওঠে শ্রাবণের ফড়িং

ঠিকানা-হীন তরঙ্গের নিরুত্তর হাত ধরে,

অথচ নিরুত্তাপ ঢেউ এর উষ্ণ পারদ

টেনে হিঁচড়ে নিয়ে আসে,মাতাল মেঘের মলিনতা।

 

যেদিন রাতে আমার ঘুম আসেনা

বুঝতে পারি, আবার ঝড় উঠেছে তোর মনে।

 

বেয়াদব জোয়ার-ভাটারা আশ্রয় নেয়

তোর বুকের সুক্ষাতি-সুক্ষ নুড়ি পাথরের নীচে।

বুঝতে পারি, তাই আমার কবিতা-রা আসেনা

ঘুম জড়ানো রাতের ইশারায় ফুলে ওঠে আধখানা ঠোট,

অদৃশ্য ইচ্ছের আবেগে ঘুরপাক খায় সম্পর্কের মরুঝড়

 

ঘুমিয়ে পড়ে রাত্রি, জেগে থাকি আমি তুই আর ঘুম ... ।।