বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

নতুন বৎসর - Shyamal Kumar Sarkar

নতুন বৎসর

শ্যামল কুমার সরকার

 

আরো একটা বৎসর চলে গেল

আমাদের জীবন থেকে,

ক্যালেন্ডারের পুরানো ছবিটার দিকে

আর কেউ ফিরেও তাকাবে না

হঠাৎ-ই কেমন করে তা যেন পুরানো হল ।

 

ওটা যখন নতুন ছিল সে সময় কত যত্নভ'রে

নতুন বৎসরের প্রাক্ম মুহুর্তে

ঘরে এনে টাঙিয়ে রেখেছিলাম

আমার টেবিলের ঠিক ওধারে ।

 

তারপর,

দিন নেই রাত নেই

ওটার প্রতি কত নজর,

যেন চোখ ফেরাতে ইচ্ছা করে না

কোন মাসে কটা ছুটি পাব

কোন কোন তারিখে কার বিয়ে খাব

এমনি কত কি জল্পনা কল্পনা ।

 

একটার পর একটা মাস চলে গেল

কত স্মৃতি পুরানো হল

নতুন ঝকঝকে পৃষ্ঠাটা ক্রমাগত হাতের ঘষায়

মলিন হয়ে গেল,

তবুও ওটাকে দূর করে দিই নি

ওর প্রতি আমার গভীর শ্রদ্ধা ছিল এতদিন ।

কিন্তু আজ এই বর্ষশেষে

ওকে শুধুই বস্তা পচা জঞ্জাল মনে হচ্ছে

ওকে আর ঘরে রাখার কথা

চিন্তাও করতে পারছি না ।

 

এই মুহুর্তে,

চোখ বুজলেই যেন আমি

আবছা আলোর মাঝখানে

সেই উজ্জ্বল নক্ষত্রকে

অনুভব করতে পারছি,

 

মৃদুমন্দ ধ্বনি সহকারে

কারা যযেেন ততাকে নিয়ে

তালে তালে এগিয়ে আসছে

এই ধরনির বুকে,

 

তারি মাঝে

আমি যেন শুনতে পাচ্ছি

আগামী দিনের পার্থিব ঝংকার ।

 

কবি গাহিলেন

'নতুন বৎসর' আসিছে ওই

আসিছে তিমির ভেদিয়া,

যেন নববধূ অবগুন্ঠনে ঢাকা

আলোকিত এক রশ্মিচ্ছ্বটা

দেখ, সবাই দেখিছে বিস্ময়ভরে

অবাক নয়নে চাহিয়া ।

 

তার আগমন,-

আজ উতলা হয়েছে তটিনী

কল কল শব্দে জল উত্তাল তালে নাচিছে

ফনময়ী সে শোভার নাহিকো তুলনা আর

জলের জোয়ার যেন

তার আগমনে ঊর্দ্ধমুখে ছুটিছে,

বনমাঝে প্রাণীকুল আনন্দে পুলকাকুল

পূর্বগগন রাঙিয়ে ওই

দিনমনি আজি উদিছে ।

 

কিন্তু,

তাকে আলিঙ্গন করে এনে কোথায় বসাব

কোথায় স্থান হবে তার

যদি ওই পুরানো ক্যালেন্ডারটা

ওখান থেকে সরিয়ে না দিই ।

নতুনের আহ্বান যে আমি শুনতে পাচ্ছি

ঐ যে তার আসার সময় হয়ে এলো 

তাই,

আর আমার ওই পুরানোটার প্রতি

কোনো দয়া মায়া নেই ।

 

এমনি করেই আমরা চিরকাল

নতুনের আহ্বানে সাড়া দিয়ে

পুরানোকে দিয়েছি বিসর্জ্জন,

এমনি করেই একদিন যাকে

ফুলের মালা দিয়ে বরন করে এনেছি ঘরে

প্রয়োজন ফুরালে তাকেই আবার

বর্জ্জন করেছি ঘৃণাভ\'রে ।

 

এ যে চিরসত্য,

তাই আমরা নতুনের আহ্বানে উত্তেজিত হয়ে উঠি

হঠাৎ-ই কেমন করে যেন সব ভুলে যাই

আতীতের দিকে আর ফিরেও তাকাই না ।

আমাদের সাধনা তো

কেবল এগিয়ে চলার সাধনা ।

চরৈৈবেতিঃ চরৈবেতিঃ চরৈবেতিঃ

চলো চলো চলো,

শুধু এগিয়ে চলো

এ ছাড়া অন্য কোনো পথ নেই ।

 

এ সমাজে

অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় যারা

তাদেের দিকে ফিরেেও তাকিও না,

এগিয়ে চলাই যে আমাদের

অর্ন্তনিহিত মর্মমবানী ।

 

তাই,

নতুনের আহ্বানে আমরা উত্তেজিত হয়ে উঠি

পুরানো জিনিসকে বিনা দ্বিধায় ত্যাগ করতেও

আমাদের অন্তরে এতটুকু বাধে না ।

এই সত্য বেঁচে থাকুক চিরকল

আমাদের লক্ষ্য হোক ভবিষ্যতর দিকে

পশ্চাতের কলঙ্কভরা অতীত যেন

আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে না দাঁড়ায়

নতুন বৎসর এই আমাদের প্রেরণা দেয়

চিরকাল দিয়ে যাক্,

হোক "নতুন বৎসরের" জয়

হোক ভবিষ্যতের শুভ পরিণয় ।