বন্দি - Satyahari
বন্দি
ওরে ও নাম না জানা পখি,
সারাদিন ওই গাছের ডালে করিস ডাকাডাকি ।
আপনসুখে ইচ্ছেমতো উড়ে বেড়াস হেতা হোথা
পাহাড়-নদী-সাগর চষে পূরণ করিস সব পিপাসা ।
সকালবেলা মিষ্টি সুরে গান গেয়ে তুই যাস যে উড়ে,
আমি থাকি তোর ই আশায় আসবি কিনা আবার ফিরে ?
দূর আকাশের ওই যে কোলে সাগর যেথায় যায় যে বহে
বন্ধু আমার আছে সেথা,
পায়ে আমার শিকল বাঁধা ।
আমার ও যে ইচ্ছে করে তোর ই মতো উড়ে যেতে
বন্ধু আমার বসে আছে মোর ই তরে পথের পাশে ।
____ সত্যহরি মণ্ডল