বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

প্রেম, একটি ভালোবাসার কবিতা - Shyamal Kumar Sarkar

প্রেম

শ্যামল কুমার সরকার

     ১

চিরন্তন প্রেম

 

প্রেম, প্রীতি, ভালোবাসা

জীবনের যত আশা

সব-ই যে তামাশায় ভরা

যেন শুষ্ক মরূতে

রুক্ষতার মাঝে

ক্ষনিকের ফল্গুধারা ।

 

এই আছে এই নাই

পেয়েও কাছে নাহি পাই

ধরা দিয়েও দূরে সরে যায়

স্মৃতির আড়ালে ঘুরপাক খায়

মনে দিয়ে যায় শুধু নাড়া ।

 

জন্ম নিয়ে অন্তরালে

হৃদয়ে বাঁধিল বাসা

গভীর গোপনে

ধীরে ধীরে তা ছড়াল

অন্তরের অন্তঃস্থলে

পশিল রন্ধ্রে-রন্ধ্রে, প্রাণে-মনে ।

 

কখন কে জানে, কোথায় কোনখানে

সবার অগোচরে ফুটিল

একটি ছোট্টো ফুল

অতীব মনোরম, দেখিতে অনুপম

হৃদয়ে জাগাল শিহরণ

মন হল ব্যাকুল ।

 

       ২

প্রেমের বাস্তবতা

 

এখন আর নীরবে প্রেম করে না কেউ

প্রেম হয়েছে উদার, উন্মত্ত, উদ্গ্রীব

যেন খোলা-মেলা প্রান্তরে

উন্মুক্ত হাওয়া ।

প্রেম, সে তো নহে ক্ষনিকের উন্মাদনা

চাওয়ার থেকেও অনেক বেশী পাওয়ার বাসনা

 

যুগ যুগ ধরে মানুষের কঠোর সাধনা

পেয়ে ধন্য হওয়া ।

সে কাছের, তবু তাকে যায় না ছোঁয়া

পেয়েও তাকে যায় না পাওয়া

এ এক আজব বিড়ম্বনা !

 

প্রেম, মানুষের মনের মনিকোঠায়

সুপ্ত থেকে, নিঃশব্দে জন্মায়

তার নেই কোনো জাত,

নেই কোনো সময়ের জ্ঞান

বাল্য, কৈশোর থেকে অতি বৃদ্ধও

আজ প্রেমে মূহ্যমান ।

 

ভালোবাসা আমাদের জীবনে

নিঃশব্দে ফেলেছে সারা

চেতনার সাথে হৃদয়কেও

নিমেশে করল বশ

হলাাম প্রেমে মাতোয়ারা ।

 

সে যে মনের সুপ্ত বাসনা

তার পরশে জাগে লুপ্ত চেতনা

আজো বদলায়নি তার চাওয়া

অনন্তকাল ধরে অন্তরে অন্তরে

নীরবে প্রেমের সুখ-স্মৃতি বওয়া

ভালোবাসার অমল আলোয় উদ্ভাসিত হয়ে

মনে-প্রাণে তৃপ্ত হওয়া

সেই তো পরম পাাওয়া ।

 

     ৩

অনন্ত প্রেম

 

কল্পলোকের গল্পকথায়

প্রেমের কাহিনী পাতায় পাতায়

নানা রঙে আর ছন্দে ছন্দে

আলোড়িিত মন, হৃদয় ছুঁয়ে যায়

প্রেমের পরশে মনকে ভুলায়

নতুন করে গাইতে বসি

ভালোবাসাার গান

নানা অলংকারে সাজিয়ে তাকে

মনের মত করে গড়ে তুলি

সামজিক প্রতিবন্ধকতাকে

দূরে সরিয়ে, নিজের মত করে চলি

ঘুচাতে চাই সব ব্যবধান

শত বেদনার মাঝে, তার স্মৃতি মনে বাজে

আমি প্রেমের কাছে সঁপেছি আমার তন-মন-প্রাণ

নিজেকে নিজেই দিয়েছি বলি

প্রেমে হাবুডুবু খেয়ে, প্রেমকে করেছি মহান ।

 

আমি ভালোবাাসার কাঙাল

ভালোবেসে গাই জীবনের জয়গান ।

প্রেমের প্রদীপ জ্বেলে, অন্ধকার দূরে ঠেলে

মানুষের মাঝে খুঁজে বেড়াই

দেবতার পীঠস্থান

যেদিকে তাকাই সোনার আলোয়

আলোকিত চারিধাার

হৃদয় আমার জুড়িয়ে গেল

সিক্ত হল প্রাণ ।

 

     ৪

প্রেমের দান

 

প্রেম, তুমি ভোরের আলোর মত নির্মল

বসন্তের বাতাসের মত সহজ, সরল

প্রেমের মাধুরী সদাই আনন্দময়

তোমার সংশ্রবে মানুষের চেতনা উন্মিলিত হয়

তোমার পরশ পেয়ে

মানুষ বেঁচে থাকার প্রেরণা পায়

অনাবিল আনন্দ সবারে বিলায়

সব বাধা পেড়ীয়ে

অন্তহীন আকাশে ডানা মেলে

আপন খেয়ালে ভেসে বেড়ায়

প্রেম ছাড়া এ জীবনে সব-ই অসার

সব-ই বেদনাময় ।

 

জীবনের স্রোতে ভাসতে ভাসতে

প্রেমকে নতুন করে পেলাম

সমস্যা শন্কুল পথে চলতে চলতে

অনেক অজানাকে জানলাম ।

প্রেমহীন জগতে সুখ নেই শান্তি নেই

নেই কোনো ভালোবাসা

হিংসা, দ্বন্দ্ব আর ভুল বোঝাবুঝি

ভেঙ্গে চূরমার করে দেয়

আমাদের যত আশা ।

মায়া মমতার মাঝে, প্রেমধ্বনি শুধু বাজে

যা পেয়েছি তাতেই খুশি, সব-ই যে তাঁহার দান

মনে মনে শান্তনা পাই, তাই গাই

মানুষের জয়গান ।