বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

বৃষ্টির জলে নিভে গেল চোখ - ANKUR KUNDU

                        কাল রাত বারোটায় বা বারোটা পাঁচে কিংবা বারোটা দশে

                        . . . বারো-কে যখন ছোট কাঁটা ছুঁয়ে ছিল , হঠাৎ

                        তখন নেমেছিল বৃষ্টিটা বা নেমেছিল বৃষ্টিগুলো

                                    নুপুরের ঝুম্-ঝুম্ শব্দে অথবা রাস্তায় হাঁটা

                                    জীবন্ত মানুষের মাথা বেয়ে ঝম্-ঝম্ শব্দে ৷

 

                        দালান গিয়েছে ভিজে , চারিদিকে জুঁই-এর গন্ধ ,

                        দালান রয়েছে একা , চারিদিকে জুঁই-এর গন্ধ ,

                        প্রশ্বাস নেই ! ভিজে ঝোপ থেকে কিছু নরম ডানার মশা

                                    দুর্বিপাকে পাক খাচ্ছে সাড়ে তিন হাত উঁচুতে

                                    ফ্যাতাড়ুদের মত ৷ কাল বৃষ্টি হয়েছিল অবিরত ৷

 

                        চার-পাঁচটি পিঁপড়ে আরও পাঁচ-ছয়টি পিঁপড়েদের

                        সাত-আটটি পিঁপড়ে ডাকতে বলে এগিয়ে গেল -

                        নরম মাটির ওপর ওদের পা কোনো ছাপ রাখেনি ,

                                    অথচ ওদেরও শরীরের ওজন আছে

                                    মানুষের মত –তবু বৃষ্টি ওদের অস্বীকার করেছে ৷

 

                        বৃষ্টিটা মাটির সাথে আটকে আছে এবং

                        রোদের সাথে আড়ি করেছে আজ সকালে , অথবা

                        আবার আজ ঝরবে বলে গুমরে আছে মেঘের কোলে ,

                                    কাল এভাবেই গুমরে ছিল বাউল ঐ দালানের

                                    ঐ দেওয়ালে ; আজও আছে ঐ দালানের ঐ দেওয়ালে ৷

 

                        একতারাটি হাতের কাছেই , হাতের পাশেই ,

                        তবু আঙুল থেকে দূরে ৷ বাউল আর বাঁধবে না সুর

                        তাই তো গেল সরে –

                                    নিঃসঙ্গতা বোধহয় এভাবেই জীবন কেড়ে নেয় ,

                                    যেমন হঠাৎ বৃষ্টি এসে চোখ বুজে দেয় ৷