বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

ধ্বংসস্তূপ - Tapan M Chisty(তপন এম. চিশতী)

পচা কঙ্কাল, গন্ধে ভরা নিঃশ্বাস আর

বারুদ মাখানো ক্ষণভঙ্গুর ইচ্ছের অভিলাষ ,

 

শুকনো রক্তে ভেজা

আমাদের রোজকার হাঁটা সাধারন পথ ।

 

থুথু ভেজা নোটের বান্ডিল

আগুনে ঝলসানো পরজীবী কৃমিদের মিছিল,

আর ছোটলোকের ভাতের পাতে, ওদের সাদা পেচ্ছাব ...।

 

ওগুলো কি ? ওগুলো কেন ?

 

ভাড়াকরা চোখের আড়াল থেকে

ঝরে পড়া কিছু, অতিসাধারণ মুহূর্ত- লালা ।

 

কাকতাড়ুয়ার খোলস

বিক্রি হচ্ছে এদিক সেদিক, সর্বত্র ।

বিষাক্ত ধোঁয়ার আঠালো জিভ

চেটেপুটে খাচ্ছে, সাধারন মানুষের ঘুন-ধরা হাড় ।

 

কালো আগুন

ছাই মেশানো নোনা জল আর রোগা ভবিষ্যৎ

হানা দেবে একদিন, খবরের খোঁজে ।

 

ওগুলো আমরা, ধ্বংসস্তূপ ............... !!!!