আমাদের ঢেউ - Tapan M Chisty(তপন এম. চিশতী)
আমাদের ঢেউ অনন্ত
ছিঁড়ে-খুড়ে খায় গাং চিল ,
আছড়ে পড়ে জীবনের শ্বশানে ।
দাও দাও করে জ্বলছে শান্তি
কাঁচা রক্তে তার -ই ছাই ,
গোটা শরীরে তার -ই আঁচড় ।
বুকের পাঁজরে কাকের কীর্তন
স্বপ্নের হরতাল সবুজ ধমনীতে ,
আর শুকচ্ছে নিশ্বাসের ঢেউ ।
চিড় ধরেছে মৃত্যুর নৌকোতে
তাই হাত-পা ছড়িয়ে মরণ সাঁতার ,
আসুক না ঢেউ এবার ; কবরের তলায় ...।।