বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

আমাদের ঢেউ - Tapan M Chisty(তপন এম. চিশতী)

আমাদের ঢেউ অনন্ত

ছিঁড়ে-খুড়ে খায় গাং চিল ,

আছড়ে পড়ে জীবনের শ্বশানে ।

 

দাও দাও করে জ্বলছে শান্তি

কাঁচা রক্তে তার -ই ছাই ,

গোটা শরীরে তার -ই আঁচড় ।

 

বুকের পাঁজরে কাকের কীর্তন

স্বপ্নের হরতাল সবুজ ধমনীতে ,

আর শুকচ্ছে নিশ্বাসের ঢেউ ।

 

চিড় ধরেছে মৃত্যুর নৌকোতে

তাই হাত-পা ছড়িয়ে মরণ সাঁতার ,

আসুক না ঢেউ এবার ; কবরের তলায় ...।।