মুক্ত ঝরে চোখে অমূল্য সম্পদে - Suman Sahu
হয়তো বৃষ্টি গেছে থেমে
হয়ত বা না
শীত লাগা কনকনে ঠান্ডায়
একটু ঝড়ো হওয়া ।
কিংবা ঘামে গুমোট গুমোট ভাব
যাই হোক শোনো, আজ শুধু তোমার অভাব ।
রাতের আকাশ আর একাকী আমার জীবন
চাঁদের কলা আর এই মন
শুন্য আকাশের গভীরতা আর বিবেক
ঝিকি মিকি তারা আর স্বপ্ন অনেক ।
মুক্ত ঝরে চোখে
অমূল্য সম্পদে…… ।।