রাখালি গান - RATAN MONDAL
সুরজাল বোনা কত দিন গোনা
যায় দূরে বেজে বাঁশি,
কতবার শুনি কত জাল বুনি
মুখে নাহি ফোটে হাসি।
কোন সে রাখাল বেঁধেছে যে হাল
কোন তেপান্তরে!
দেখি নাই কভু দেখি আমি তবু
মনের অন্তরে।
হাসি যায় ভাসি মুখে রাশি রাশি
কত না পুলক জাগে
কথা নাহি তার বাজে আরবার
নিত্য নবীন রাগে।।