আমার গর্ব- বাংলা ভাষা - RATAN MONDAL
আমরা ভালোই আছি
সাথে আছে আমাদের গর্ব
বেঁচে থাকার আনন্দ রস
সাথে আছে শ্রেষ্ঠ মুকুট
সাথে আছে মাকে আগলে থাকার স্বীকৃতি
যাকে সম্মান করে সারা বিশ্ব।
সম্মান না করে যে কারও উপায় নেই
সেটা ২১শে ফেব্রুয়ারিতেই
নির্ধারিত করেছিল আমাদের ভাইয়েরা
মায়ের জন্য, মায়ের মুখের ভাষার জন্য
নিজের জীবন করেছিল রক্তাক্ত।
নিজেদের ছেড়েছে, তবু মায়ের মুখের ভাষাকে ছাড়ে নি
বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে সে সিংহনাদ করেছে
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”।
যে ভাষা ছিল অবহেলিত
সেই ভাষা আজ ভাষার রাজসভার রাজা
শুধু বাঙালি নয়,
সারা পৃথিবী গর্ব করে এই ভাষার জন্য
বাংলাই প্রথম বুঝিয়েছিল ভাষার মর্যাদা,
সেই প্রমান করেছিল যে,
আমিও কারও চেয়ে কম কিছু নই
আমার রূপও পারে অনুবাদের নবসাজ ছাড়াও
শ্রেষ্ঠদের দরবারে পৌঁছাতে,
নির্দিষ্ট অঞ্চলে আবদ্ধ না থেকে নিজের
মধুরস ছড়িয়ে দিতে সবার কাছে।
সুন্দরতমতার স্বীকৃতি পাবার পর
তার কাছে যেকোনো উপহারই তুচ্ছ
বিশ্বশ্রেষ্ঠ বীরসন্ন্যাসীর মুখের ভাষাও ছিল বাংলা
বিশ্বশ্রেষ্ঠ কবির মুখের ভাষাও ছিল বাংলা
বিশ্বশ্রেষ্ঠ বীরসৈনিকের মুখের ভাষাও ছিল বাংলা
সেই ভাষার জন্য আমরা সবাই পেয়েছি স্থির স্থান
সেই ভাষার জন্য আমরা উড়াতে পারি বিজয়কেতন
সেই ভাষার জন্য আমরা পুনঃ দিতে পারি প্রান
সেই ভাষার জন্য আমরা পেয়েছি সম্মান
বিশ্বের দ্বারে, রাজ দরবারে বেড়েছে আনাগোনা
ভাষাই মোদের গর্ব, মোরা সে ভাষা ছাড়ব না।