আগামীকাল - Glam Arts Institute
আমি জানি ইহা শেষ, তুমিও জানো ইহা শেষ
আমরা শুধু চলেছি একই নির্দিষ্ট গতিতে-
তাই আজ আমরা উভয়ই এই পৃথিবীর পৃথক পথের পথিক,
আমি তো ছিলাম একজন স্বপ্নদর্শী, তুমিও ছিলে একজন স্বপ্নদর্শী,
কিন্তু অবাস্তব স্বপ্নের পরিপূনার্তা হয়েছে গ্রাসকারী,
সব্রশেষে মনে হয় যে আমরা তো শুধুমাত্র মানুষ..
আমরা আর কতটাই বা পারি,
এবং আমরা উভয়ই করেছি এই পতনকে গ্রহন
হয়তো আমরা পুরনো এবং হয়তো আমরা জীর্ন
তাই আমরা সমাধানের উপেক্ষায় , পুনরায়
আমরা আমাদের মায়াতে আবদ্ধ
যেমন ঋতু গুলির পরিবর্তন হয়-
তেমনই আমাদের কারনের পরিবর্তন হয়,
কিন্তু গল্পটা হয়না শেষ, শুধুই অসমাপ্ত রয়ে যায়
সুতরাং আমরা নিজেদেরকে খঁোজার ছলনা করি....
এভাবেই আরও একটি দিন, একটি বছর দূরে চলে যায়
কিন্তু আগামীকাল - আমরা একটু দ্রুত ছুটে চলবো,
আগামীকাল খঁুজে পাবো যা আমরা দীর্ঘ কাল ধরে অনুসন্ধান করছিলাম,
আগামীকাল আমরা অন্ধকারকে দূরে সরিয়ে-
আবার উদিত হয়ে উঠবো নতুন করে
রচনা- রাজকুমার পাত্র
9