দেখা হচ্ছেনা তাই ভাবছি - SANTU DHAR
হয়তো তুমি বালিশ নিয়ে
উপুড় হয়ে শুয়ে
চুলের গোছা এলোমেলো নদীর মত বয়ে
কাঁধের থেকে কোমর হয়ে
হালকা রেখার মত
শরীর ভাঁজে জড়িয়ে শিফন রূপ করে উন্নত
পরছো তুমি ক্লাসের পড়া
সেল ফোন টা mute করা
কনুই চাপে বালিশ ভেতর হালকা বাটির মত
মনে পরছে প্রথম যেদিন sms এ বলি
চল আমরা সাহস করেই সেই খেলা টা খেলি
চু কিত্ কিত্ হামাগুড়ি
কষ্ট করে যোগাড় করি
একটা ঘরে একটা বিকেল
একটা নতুন চাওয়া
শিফন ঠেলে ট্রেকিং রূটে
আনাড়ি পথ চলা
ভাবছো কিনা সেই স্পর্শ হালকা হাসির দোল
আজ বিছানায় উপুড় শুয়ে চাঁদের মত টোল
তোর চিবুকে জীভের তুলি আঁকতে চেয়ে প্রেম
দশাঙ্গুলে অলিগলি হাতড়ে বেড়ায় shame
হয়ত তুমি বালিশ নিয়ে
উপুড় হয়ে শুয়ে
আমি এখন বালিশ জড়াই
ভাবছি তোমায় ছুয়ে ॥