মালা - অমিত দেবনাথ
তুমি হাত বারালে আমার শুকনো প্রানে; কেনো তবে জাগে প্রান এমন তিয়াষে;
ঘুরি আমি দেশে দেশে; সব যে ফেলে আপন মনে; তোমার নিবিড় ডাকে;
দেখি তোমায় সবার মাঝে; ডাকো তুমি ওমন প্রেমে; হারি আমি নিজের কাছে;
পথ ভুলি তাই বারে বারে; বিশব দুয়ার মানব মাঝে; তোমার গানের মাঝে!
জাগে প্রান কোন পরশে; ফুল যে ফোটে শুকনো ডালে, নুতন হাওয়াতে;
এসো সবে জগত জুরে; তোমার খেলায় হারিয়ে যেতে; নিল সাগরের পরে;
কাঙ্গাল আমি পুরন্য হলাম তোমার প্রেমেতে হেরে; এসো তবে প্রানের মাঝে;
তোমার নামে ফো্টলো ফুল; আমার হারানো শুকনো বাগান মাঝে;
তাইতো আমি ঘুরি শেষে, সব যে ফেলে তোমার দেশে, প্রেমের মালা পরে!