বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

ডাক্‌ - অমিত দেবনাথ

মনেরো গভীরে গেলে হারিয়ে; সাজাবো তোমায় রঙ লাগিয়ে;
এস ফিরে এই বাহুতে, না করোনা, না করোনা এই রাতে;
সাজে পৃথিবী নুতন করে; রঙ লেগেছে হারানো মনে;
আনন্দ আমার যুগের শেষে; আসবে তুমি নুতন করে!
গিয়েছিলে চলে দূরে বহু দূরে, কোন্‌ দোষেতে একলা ফেলে;
বলনিতো কোনো দিন মুখটি খুলে; কি যে ব্যথা তোমার মনে;
কেদেছি দিন রাত একলা ঘরে; আসনি কেন আমার পাশে?
বহে গেল বেলা, কত হাসি খেলা, নিরবে সয়েছি সকলি ব্যথা!
জানি, তুমিও কেদেছো আমার মত; গোপনে আরালে আমারে ছেড়ে;
এস ফিরে এই রাতে; ফোটেছে চাঁদ নব আলোতে নুতন করে;
যাক্‌ সব হারিয়ে মিলন বেলাতে; খেলি খেলা তোমার সাথে;
না করোনা এই রাতে; এস ফিরে আমার ডাকে অশ্রু ঝরিয়ে!