বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

খেলা - অমিত দেবনাথ

বারে বারে ফিরি শেষে; তোমারি ডাকে সব যে ফেলে;
হ্রদয় আমার নাচে তবে; তোমারো সাথে গোপন খেলাতে;
কি যে প্রেম দিলে ভরে; সব যে হারায় তোমার নামে;
এমন বাধন ছুটেনা তবে; মরি আমি এই খেলাতে!
কথা আমার যায় হারিয়ে; হ্রদয়ে আমার ঝড় যে উঠে;
চোখে আমি পথ দেখিনা; তবু বাজে প্রেমেরো বীণা;
বেলা শেষে পথের মাঝে; দারাও তুমি দু হাত মেলে;
তুমি ও কাঁদো আমার মত; এমন খেলায় প্রান যে গেল!
জীবন-মরন পারাপারে; তুমি সখা, নীরব মিতা;
জাগাও মোরে তোমার প্রেমেতে; খেলি খেলা পথ যে চেয়ে;
ঝড় যে উঠে ভীষন বেগে; ভয় যে আমার যায় হারিয়ে;
এমন সুধা দিলে ডেলে; খেলার ছলে প্রেমেরো ধ্বনিতে!