দিন একুশে - Suman Sahu
দিন একুশের ভোরাই সুরে
গান ধরেছি তোমায় পেতে
সহজ সরল মনের কথা
ছন্দে বেঁধে তোমার তরে ।
তুমি তো আমার হৃদয় কোনে
স্পন্দিত হও স্বপ্ন নিয়ে
স্বপ্ন আমার ও-ওই আকাশে
সাগর গিয়ে যেথায় মিশে ।
ভেদাভেদ হীন মহা মানব সাগর তীরে
স্বপ্ন মাখাই ভালোবেসে নতুন আলোর খোঁজে
আমার ভাষার মনে মনে কিবা চিত্কারে
শোনাই প্রিয়া শত শতাব্দীর কবিতা তোমাকে ।।