যাবার সাজ - RATAN MONDAL
দেখেও দেখে না যখন প্রানের প্রিয়
তখন আর কি আছে করার??
মরনটাকেই তখন মনে হয় শ্রেয়
কেউ নেই এই দুঃখ হরার।।
বিরহ বিলাসি আমি হয়েছি বড়ই আজ
হয়েছে সময় যাবার সাঙ্গ হয়েছে কাজ
প্রেমহীন মোর চিত্তকায়া
হারিয়েছি আজ প্রানের মায়া
খুইয়েছি আমার যত সম্মান লোক লাজ
যাবার হয়েছে সময়,করতে হবে সাজ।।