বীর - RATAN MONDAL
ভাঙ রে ভাঙ অন্ধ আইনি কারার দ্বার
ন্যায়ের নামে অন্যায় আছে শৃঙ্খলতার
কাট রে কাট সেই শৃঙ্খল জাল
অবিচার ভারে ছিঁড়েছে যে হাল
মানুষের যত মানবতা তরণীর
সব ছিন্ন করো হে বীর।।
মানবতা আজ হয়েছে আবর্জনা
নোংরা ভেবে কেউ তাকে ছোঁয় না
সুযোগ পেয়েও সরছে অনেক দূরে
ভালো হলেও করছে তাকে ঘৃণা।।
ওগো বীর তুমি ওঠো জেগে আজ
এসেছে তোমার অনেক বড় কাজ
ঘুমিয়ে তুমি থাকবে কতদিন?
মায়ের প্রতি আছে অনেক ঋণ।
বোঝা কমাবার এইতো এসেছে সুযোগ
বেড়েছে যত ভোগবাদীদের ভোগ,
করো তুমি আজ তাদের ধুলিস্যাৎ
মানবতা সাথে মেলাও হাতে হাত
চির উন্নত শিরে দাঁড়াও এসে তুমি
থাকবে সকলে তোমার চরন চুমি।।