আমার আর কেষ্ট সাজা হল না !! - Tapan M Chisty(তপন এম. চিশতী)
আমার আর কেষ্ট সাজা হল না !
অস্তিত্তের স্বপ্ন খেলায় কলঙ্কিত
আমার দেহ,
কামনার শিকড়
অধিষ্ঠিত, করতলের কুঞ্জ -বনে...
সম্ভোগের আঁশটে গন্ধ
হঠাৎ -ই খুঁজে পেল, আমিত্বের মিষ্টতা ।
তবু বোকা শরীর
খুঁজে বেড়ায়, কাম রসের ছিটে ফোঁটা ।
আসলে
ধরণীর কাননে, ব্রজ নারীর শৃঙ্গার
আজও অব্যহত ।
বাহ্যিকতার যৌবন-রসে,
ভেসে যাচ্ছিল নর-ঘট ......
হুট করে
জীবাধারে আবির্ভাব, "রাধিকা স্থিতি" ।
নিমেষেই পালাটান, অস্তিত্বের ...
সংসর্গের শিহরণ নয়
এ যে
প্রেম সুখ.....................।।
মানব - মানবী নয়,
'ঈশ্বরের আমর্শ' আর আমিত্বের সঙ্গম ।
তুই যে কৃষ্ণ নই, তুই রাধা...।
তাই,
আমার আর কেষ্ট সাজা হল না !!