বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

সময়ের পেন্ডুলাম - ANKUR KUNDU

সময়ের পেন্ডুলামে

এক শতক বয়সের বোঝা

খাদ্য নেই , জীর্ণ দেহ । তবু

ধুয়ে চলেছে পাপ

পূর্ব হতে পশ্চিম , উত্তর হতে দক্ষিণ

ঘুরছে সে । তবুও হয়নি ক্ষীণ ।

আমাদের নৈকট্যে সেই পরিচিত –

পান্থতরু নামে অপরিচিত ।

শতক এক কিংবা দ্বি অথবা স্থির দণ্ডায়মান ,

যার ভয়ে এ বিশ্বজগৎ সতর্ক ; সে পেন্ডুলাম্ –

ঘড়ির ভেতরে সংখ্যারা দাঁড়িয়ে ।

পেন্ডুলামের দুরন্ত গতির অভ্রান্ত চাউনিতে –

সংখ্যারা তার রাজত্ব হারাচ্ছে অহর্নিশ ।

আজ ঘড়ি হল এক বিতর্ক চিত্র পৃথিবী –

আর সংখ্যার বদলে ভর্তি হিজিবিজি মানুষে ।

যাদের পরিচয় নিজেদের বিষাক্ত শ্বাস-প্রশ্বাসে –

তাও এরা সর্বশ্রেষ্ঠ । হতে পারত কনিষ্ঠ

পেটে থাকা মরা বাচ্চার মত !

সময়ের পেন্ডুলামের বার্ধক্যে স্তব্ধ গতি ,

তবুও যাচ্ছে সময় পেরিয়ে ।

মানুষের প্রচেষ্টা বর্বর হতে সময়কে এড়িয়ে ।

প্রতিযোগিতার স্বভাবে শ্রেষ্ঠ মানুষ বর্বরতার প্রতীক ,

অহিতচারী সময়-প্রকোপে ধ্বংস হবে তা সঠিক ।