চেতনা - Tapan M Chisty(তপন এম. চিশতী)
আগলে রাখতে
চেয়েছিলাম তোকে, পারলাম না ।
ছিঁড়ে গেল মনের তার,
তাই হয়ত বেজে চলেছে
ক্রন্দ বিলাপের সুর, অবিরত ।
ঘর বাঁধার অলীক স্বপ্ন
আজ ভিত্তিহীন পাগল প্রলা্প,
ভবিষ্যৎ বাসনা
আজও খুঁজে বেড়ায়
টাইম মেসিনের ব্লু- প্রিন্ট ; অথচ
সময়ের কাঁটাগুলি
আটকে রয়েছে অবসাদের
স্যাঁতসেতে দেওয়ালটিতে ।
চেয়েছিলাম
স্ব- অধীন করে রাখতে
দুজনকে দুজনার কাছে, পারলাম না ।
হাতের উপর
হাতের শক্ত বাঁধন, আর সাথে
থাকার নিঃশব্দ অঙ্গীকার ।
কিন্তু
মুক্তির মিথ্যে ফুসলানিতে আজ
তোর কাছে
আমি অতিতের ক্যালেন্ডার মাত্র ।
বাকী রইল
উচ্ছিষ্ট দেহ আর, কবরস্থ মন... ।।