বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

চেতনা - Tapan M Chisty(তপন এম. চিশতী)

আগলে রাখতে 

চেয়েছিলাম তোকে, পারলাম না ।

 

ছিঁড়ে গেল মনের তার,

তাই হয়ত বেজে চলেছে

ক্রন্দ বিলাপের সুর, অবিরত ।

 

ঘর বাঁধার অলীক স্বপ্ন

আজ ভিত্তিহীন পাগল প্রলা্প,

ভবিষ্যৎ বাসনা

আজও খুঁজে বেড়ায়

টাইম মেসিনের ব্লু- প্রিন্ট ; অথচ

সময়ের কাঁটাগুলি

আটকে রয়েছে অবসাদের

স্যাঁতসেতে দেওয়ালটিতে ।

 

চেয়েছিলাম

স্ব- অধীন করে রাখতে

দুজনকে দুজনার কাছে, পারলাম না ।

 

হাতের উপর

হাতের শক্ত বাঁধন, আর সাথে

থাকার নিঃশব্দ অঙ্গীকার ।

কিন্তু 

মুক্তির মিথ্যে ফুসলানিতে আজ

তোর কাছে

আমি অতিতের ক্যালেন্ডার মাত্র ।

 

বাকী রইল

উচ্ছিষ্ট দেহ আর, কবরস্থ মন... ।।