বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

একতারাটি একলা কাঁদে - ANKUR KUNDU

পুড়ন্ত বিকেলের শেষ রোদ নাড়া পেয়েছে

অবিবাহিত বুড়ো বাউলের ন্যাড়া থালায় ।

পেরেকে ঝোলানো কাত হওয়া

ক্লান্ত তারের একতারাটি

ঘামছে অথচ

ঠান্ডা !

 

৭৯ বছর আগে -- দাদাইজম্'-এর বিরূদ্ধে বেঁধেছিল

সুরিয়ালিজমের সুর বিদ্রোহী ব্রেটন্ ব্যতীত

প্রত্যন্ত গ্রামের ভাঙা উঠোনে

একলা. . . এক সন্ধ্যায়

ঝিঁঝির তানে

মিশে !

 

পাঁচ-ছ'টাকা হস্তরেখায় নিয়ত বন্দী রেখে বাউল

আগামীকাল শুরু করে পান্তা খেয়ে ।

ঘামের গামছায় শোওয়া রাতে

মশা কাটে তাকে

আর থাকে

থাপ্পড় !

 

বাউলের ঘরের পাশে লাল মাটি খুঁজে

একতারার টুং-টাং লুকোয় বাউলের অজান্তে

গোপন ছন্দে বাউলের ডাকের

আশায়. . . বাউল আদরে

ডাকে আঙুলের

ঈশারায় !

 

আজ সকল অতীত অনুভূতি বাউলের দেহে

জট পাকিয়েছে জীবনের শকল ছিঁড়ে ।

বার্ধক্যের মৃতদেহ একলা পড়ে

উঠোনের ওপরে নিঃসঙ্গ

একতারা লিখছে

এপিটাফ :

 

              "জীবন মোর একলা কাটে

               থাকব না আর তোদের সাথে

               উঠোনটা আবার কাঁদবে মোর একতারাটির তালে

               আজ আমি গেলাম চলে

               আর তো ফিরব না , আমি

               আর তো ফিরব না" ৷