বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

ভিখারী -কিছু না পাওয়া বাটি - ANKUR KUNDU

উদ্বৃত্ত কিছু পিঁপড়ের ঠেলাঠেলি ,আর

নিজেদের ভাষায় অশ্রাব্য গালাগালি –আমের আঁটি নিয়ে !

লাল-কালো দিয়ে সাজানো জোড়াখানিক পা ছুটছে ,

নারী-পুরুষ ভুলে পিঁপড়েগুলো সম্মান বেচছে

উটকো এক পাগল লোকের লাল মাখানো আঁটির জন্যে –

একটু খাবারের আশায় ভিখারীর কাছে তারাও হন্যে !

প্ল্যাটফর্মের দামী জুতোর আড়ালে

এক-দুই-তিন টাকার বদলে সাজানো ফাঁকা বাটি –

জানান দেয় সে ভিখারী ,

পিঁপড়েগুলো ভিখারীর এঁটো নিয়ে করে কাড়াকাড়ি !

 

            আমার পয়লা নম্বর সাজ –আজ

            দূর আরবে পাড়ি দেব

            হোরেশিয়ো হয়ে রেশিয়ো কষবো

            গরীব-ধনীর কচকচানির –

            আমি দু’হাত দিয়ে তুলতে যাবো

            ভিখা. . .রী. . .ভিখারীকে. . . ছিঃ !

            লাল গড়িয়ে পড়ছে ,তার মাঝে

            সূঁচালো নাকের ময়লা গলা বেয়ে নেমে তার

            খোলা বুকে –কিছুক্ষণ ঘটনার গন্ধ শুঁকে

            ফেরত গেলাম ৷ আমি ভেবেই যাবো দিনে-রাতে

            সম্রাজ্ঞী হবো –সময় কাটিয়ে ভিখারীর সাথে !

 

আজ আবার আমি ও ভিখারী ,

পাশাপাশি দাঁড়িয়ে ৷ দু’হাত বাড়িয়ে –

তাকে ছুঁয়েছি , ছুঁয়েছি তাকে –হোক তা ছায়া ,

আমি কবিতা লিখে খ্যাতি পাবো

তখন চার টাকা গুনে ফাঁকা বাটিতে দেবো ৷

আজ অপেক্ষা করুক লোকটা , ভিখারী তো –

চার টাকার লোভ ছাড়বে সে :কদাচ না !

আক্ষেপ তবু আমার রইলো –

ভিখারীটি আজও অপেক্ষা করায়নি , সময় নেয়নি ;

লাল মাখানো আঁটি আর ফাঁকা বাটি যথাস্থানে ৷

সে ভিখারী , অথচ ,

পিঁপড়েগুলো ভিখারীর এঁটো নিয়ে করে কাড়াকাড়ি !