অধরা মাধুরী - RATAN MONDAL
অধরা মাধুরী
দেখতে দেখতেই সময় শেষ
নিজেকে খুঁজে পাবার আগেই
চলে যাবার সময় আগত,
হাতছানি দিয়ে পুরাতনের পিছুডাক
এদিকে নূতনের মখমলে ঢাকা
থালা হাতে স্বাগত আমন্ত্রণ ।।
স্মৃতির মায়াময়তাও নতুন কিছু নয়
সেটা কাটিয়ে ওঠাও খুব কঠিন
তবুও ছেড়ে যেতে হবে সবকিছু
ভালবাসার রাজপ্রাসাদে সিংহাসন
আলোকিত করবে অন্য কেউ
তার কাছে পুরানো রাজার বেদনা অধরা,
সেই বেদনার অধরা মাধুরী বুঝবে স্বয়ং রাজা ।।