অবুঝ সত্ত্বা - Tapan M Chisty(তপন এম. চিশতী)
বুঝেও বুঝিনি
আমার অপেক্ষা একান্তই আমার !
নিঃশব্দ কিছু মন খারাপের মেঘ
হয়ত তোর ছায়ায় ভিড় করে আছে,
আমার টুকরো বেদনা
আজও শুধুই আমারই হয়ে রইল ।
শুকনো চোখে ছিটেফোঁটা
সাদাকালো জলের আবছা
ভবিষ্যৎ, আর তোর
ইচ্ছের সমুদ্র মন্থনে আমার ভালবাসার
স্বেচ্ছামৃত্যু ;
নিষিদ্ধ কিছু যান্ত্রিক যন্ত্রণা আর
দম বন্ধ আসা স্মৃতির বধ ঢেকুর, বারবার
উলঙ্গ করছে আমার কলঙ্কিত সত্ত্বাকে ।।