বন্ধু কথা - RATAN MONDAL
বিশ্বাস কর বন্ধু,
তোর থেকে আমার কোনোদিন কোনও পার্থিব চাওয়া পাওয়া ছিল না, আজও নেই
তোকে আমি নিজের ভাইয়ের মত স্নেহ করি, খুব ভালবাসি, হয়তো নিজের থেকেও বেশি,
শুধু বন্ধুত্বের বিনিময়ে সামান্য বন্ধু ভালবাসাই চেয়েছিলাম,
কিন্তু ভুল বুঝে ভালবাসার, বন্ধুত্বের বিনিময়ে অযাচিত দুঃখ দিলি
বন্ধুত্বের সংজ্ঞাটা ঠিক কি বলতো??
তোর চোখের জলে আমার চোখ জলে ভরল , তাও বন্ধু হলাম না
তোর বিপদে নিজের জীবন উপেক্ষা করলাম, তাও বন্ধু হলাম না
তোর জন্য নিজের ভালো মন্দ উপেক্ষা করলাম, তাও বন্ধু হলাম না
তোকে আমার সবকিছুতে স্বত্বাধিকার দিলাম, তাও বন্ধু হলাম না
তোর ভয়ে সাহস যোগালাম আমি, তাও বন্ধু হলাম না
যখন চেয়েও সাথী পেলি না তখন আমি সঙ্গ দিলাম, তাও বন্ধু হলাম না
নিজের কথা না ভেবে তোকে আমার পছন্দের বইটা দিলাম, ব্যবহার করলি, তাও বন্ধু হলাম না
তোর জন্য লোকের থেকে মন্দ কথা শুনলাম, তাও তোকে একা ছাড়ি নি, তাও বন্ধু হলাম না
মানুষ মাত্রই ভুল হয়, নিজের অজান্তে বা আবেগের বশে কিছু ভুল হয়তো আমিও করেছি
কিন্তু সেগুলো কি আমার বন্ধুত্বের চেয়েও বড় ছিল বন্ধু????
আমিও যদি তথাকথিত বন্ধু হতাম তাহলে কি মর্যাদা বেশি থাকতো??
I miss you "বন্ধু"......