ভালো মন্দ - RATAN MONDAL
ঘরে রয়েছে প্রদীপ্ত আলো
তবু সবকিছু অন্ধকার
চোখ থেকেও যারা অন্ধ
মন্দ ছাড়া কিবা দেখে তারা!!
রাজহাঁস তো আর নেই
জল আর দুধ আলাদা করবে কে??
চোখ থেকেও যারা অন্ধ
ভালো তো ধরা পড়ে না তাদের চোখে।।