স্নেহ - RATAN MONDAL
স্নেহ বড় মায়াময়
মাতৃস্নেহ, ভ্রাতৃস্নেহ যাই হোক;
মায়ের কাছে সন্তান না থাকলে
যেমন প্রান আনচান করে
আদর করার অপার্থিব আনন্দ পাবার সাধ
যেমন মনকে বিচলিত করে
বড় দাদার দিদির ক্ষেত্রেও
সেই স্নেহ- কামনা খুব একটা দূর নয়।।
তাদেরও স্নেহের ছোটদের না দেখতে পেলে
মন প্রান অস্থির হয়।।
মায়ের মতো তাদেরও বড় সাধ হয়
ভাই বোনকে আদর করতে,
স্নেহচুম্বন করতে।।
স্নেহতেও শরীরী টান থাকে,
কিন্তু সেই টান আদর করার জন্য
আদর পাবার নয়।।