বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

সুনীলের প্রতি - RATAN MONDAL

সুনীলের প্রতি
রতন মণ্ডল

আজ তুমি কাছে নেই
তবু বারবার চোখে ভাসে-
তোমার আমার সেই দিনের কথা
       যেদিন তুমি ছিলে রাজসিংহাসনে
বিশাল পরিচিতি নিয়ে সবার রাজা হয়ে;
আমাকে হয়তো আমি নিজেই ভালো করে চিনতাম না,
সেদিন তুমি আমাকে স্থান দিয়েছিলে
                       তোমার সিংহাসনের পাশে,
সেখানে নিজেকেও রাজা মনে হয়েছিল।
নিজেকে চেনার উপায় শিখিয়েছিলে নিজের হাতে
তুমি আমি একপাত থেকে খেয়েছিলাম
                                   কারণের চাট।
তুমি শিখিয়েছিলে কবিতার কবি কিভাবে হতে হয়?!
 আজ রাজসিংহাসন ফাঁকা
     এ কথা ভাবতেও গায়ে শিহরণ ওঠে
চোখের জলও শুকিয়ে গেছে কবি
তুমি নেই, তবু আছে তোমার আমার স্মৃতি ছবি।।


( উৎসর্গঃ- সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় )