বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

সঙ্গী - RATAN MONDAL

                           সঙ্গী – রতন মণ্ডল

দেখা যায় দূর আকাশে লক্ষ তারার হাতছানি
রেখেছে আমার জন্য কি উপহার তারা আনি?
দিনের বেলায় রবির দেহ প্রজ্জলিত থাকে
নিশীথকালে চন্দ্র দেহে জ্যোৎস্না লেপে রাখে
ধ্রুবতারা উত্তরে মুখ, সদাই কারে চায়-
আমি ভাবি সে বুঝি ডাকছে এখন আমায়
কেমন করে যাব সেথায় দাও না বলে পথ
ভেবে ভেবেই কখন দেখি ফুরিয়ে গেল রাত
আবার রবি মুখ দেখাল ঠোঁটে হাসি লয়ে
এমনি ভাবেই সুখে যেন যায় গো জীবন বয়ে।

তারার মাঝেই খুঁজি আমার পুরানো সঙ্গীরে
আশায় থাকি কভু যদি পাই গো তাদের ফিরে
সেদিন তারা হাসবে জেনো আমায় রেখে বুকে
মহাকাশে হারিয়ে যাব তখন মহাসুখে
বলবে তারা যেও নাকো বেশি দূরে আর
বলব আমি, “ যাব বহু আলোকবর্ষ পার”।।