রাজপথের কথা - RATAN MONDAL
রাজপথের কথা
রতন মণ্ডল
শুনে রাজপথের কথা
বাড়িয়া উঠল ব্যথা
মনে পড়ে পুরা কালের শোক
রাজপথ শুধু নয়
এ মনেও সে দুখ বয়
আজি হতে মোর কথা হোক।।
সে যেমন ছিল উপায় সকলের গৃহে যাইবার
কেহ পায় নি অবকাশ একটু ভালবাসবার,
এই ছিল তার দুখ
কেহ যদি কাঁদে তার ’পরে
তবে তার ভরে যেত বুক।
হেলায় ফেলে তাকে সবে
সে কারেও ফেলে না কভু দূরে
সকল দুখ শোক নিজের বুকে চেপে
সকলকে নিয়ে যায় তাদের ঘরে।
আমিও তার মতো ছিলাম উপায়
কারও জীবনে চলার পথে
গৃহে যখন গেল চলে
ঠাই দিল না তার মনরথে।
আমার মতো পথও ভাবে ভালবাসা ফেলতে
পারি না কেউই মোরা ভালবাসা ঠেলতে
এই ছিল আমাদের শোক
আজি হতে মোর কথাও পথকথা হোক।।