ময়না - RATAN MONDAL
ময়না
রতন মণ্ডল
বলল পাখি, “ নামটি আমার ময়না।
বন্দী হয়ে থাকতে যে মন চায় না
মুক্ত হব, স্বাধীন হব বলেই শুধু মন
ঐ দেখ দূরের বনটি কাঁদে সারাক্ষণ
আমার জন্য বন বলেরে, “ আসবে কখন ময়না?
আমার বুকে থাকুক সবাই
এর বেশি আর চাই না।।’’ ’’